বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কাজের অংশ হিসেবে বানিয়াচং উপজেলায় আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আংশিক কমিটির নেতৃবৃন্দদের নিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে জেলা যুবলীগের (আংশিক) নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোডাউন করে উপজেলা যুবলীগ। শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় বানিয়াচংয়ে তাদেরকে বরণ করে নেয় তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply