আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ইং কে সামনে রেখে বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেছেন উক্ত টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিবুর রহমান।
শনিবার (১৬সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিভিন্ন স্তরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে তিনি এই মাঠ পরিদর্শন করেন। এর পূর্বে টুর্ণামেন্টকে কিভাবে সফল ও সার্থক করা যায় এই বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও প্রাক্তন খেলোয়াড় আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে ও বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বাবুল মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সাবেক শিক্ষক ও খেলোয়াড় সাহেদ মিয়া মাষ্টার, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওমর শেখ জিতু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া।
টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক শাহিবুর রহমান এ সময় বলেন, দীর্ঘদিন যাবত বানিয়াচংয়ে কোন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়নি। যার কারণে হারিয়ে যেতে বসেছিল এই ফুটবল খেলা।
এই ফুটবল খেলাকে পুণর্জাগরণ করতে এবং খেলোয়াড়দের দাবিতে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এর নামে এই টুর্ণামেন্টটি আয়োজন করা হয়েছে। টুর্ণামেন্ট সফল করতে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক খেলোয়াড় ইসরাইল মিয়া, তোফাজ্জুল হোসেন স্বপন,ইকবাল খান মনি, লেমন হোসাইন, আলী মিয়া, মহসিন, কাওছার আহমেদ শিহাব নাইম, হারুন, ফয়সাল, সুজন, পিয়াস, আজহারুল ইসলাম সুমন, মুরাদ মিয়া, নুর উদ্দিন প্রমুখ।
টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে বানিয়াচং মিরর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply