বানিয়াচং থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। সোমবার (২৮আগস্ট) দুপুরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় বানিয়াচং থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
পরে পুলিশ সুপারকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার এলাকার আগত চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বানিয়াচং থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টার খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের সময় পুলিশ সুপার বানিয়াচং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গ্রাম পুলিশের কর্মরত সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে বানিয়াচং থানার পক্ষ হতে পুলিশ সুপারের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে অফিসার ফোর্স ও গ্রাম পুলিশদের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, বানিয়াচং থানাধীন তদন্ত ও ফাড়িঁর ইনচার্জগণসহ বানিয়াচং থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply