আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহপুর ও কাকাইলছেও ইউনিয়ন কালনীপাড়া গ্রামে শহীদ মিয়ার বাড়িতে শেলো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪আগস্ট) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহপুরে ২৩টি পাইপ জব্দ করা হয় এবং ড্রেজিং কাজে জড়িতরা প্রশাসনের উপস্থিতি জানতে পেরে পালিয়ে যায়।
অন্যদিকে কাকাইলছেও ইউনিয়নের কালনীপাড়া গ্রামের শহীদ মিয়ার বাড়িতে ড্রেজিং করে বালু উঠানোর আলামত পাওয়া গেলেও ড্রেজার পাওয়া যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম উভয় জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম বানিয়াচং মিররকে জানান,দুই জায়গায় ই অভিযান পরিচালনা করা হয়েছে।
কালনীপাড়ায় আলামত পাওয়া গেলেও মেশিন না পাওয়ায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং শিবপাশায় হাওড় এলাকা হওয়ায় আমাদের উপস্থিতি বুঝতে পেরে বালুখেকোরা পালিয়ে গেছে।তবে এসময় ২৩টি পাইপ জব্দ করা হয়েছে।
এসআই প্রদীপ দাসের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply