আজমিরীগঞ্জ পৌরসভার নয়া প্রশাসক হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে । গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা -২) এর এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করেন উপ সচিব ফারজানা মান্নান।
আজমিরীগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ জুলাই আজমিরীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে অদ্যবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আজমিরীগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধাবলীসহ সবক্ষেত্রে উন্নয়ন করতে সবার সহযোগীতা কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply