বানিয়াচংয়ে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা এনজিও সমূহের সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সিলেট ডিভিশনাল কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান ও এলএনওবি সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন ও প্রতিদিনের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রিতেষ কুমার বৈষ্ণব। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় সরকারে ও উপজেলা প্রশাসনে দলিত, হিজরা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকল সুবিধা প্রাপ্তি শতভাগ নিশ্চিতকরণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোর বিষয়ে আলোচনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply