রক্তাক্ত ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (২১আগস্ট) বিকেলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে দেশরত্ম শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি-জামায়াত।
কিন্তু তাদের সেই চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। যারা দেশ জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করতে হবে।
গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমানসহ যেসকল আসামি এখনও গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে যুবলীগের নেতাকর্মীরা ছাড়াও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply