শায়েস্তাগঞ্জে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলএনওবি কমিটির সিলেট বিভাগীয় সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট-এর ইএলএমসি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরাতুন নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। সভায় বিভিন্ন শ্রেণী পেশা ও শ্রেণীভুক্তদের মধ্য থেকে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক প্রতিদিনের বাণী প্রতিনিধি সৈয়দ শাহানশাহ পীর, কাউন্সিলর তহুর আক্তার, ইউপি সদস্য আবুল কালাম, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন, সেলিনা বেগম, মাইশা হিজড়া, পারুল হিজড়া, জুনায়েদ হিজড়া, রামপাল হরিজন, দেবু হরিজন, সমাজসেবা কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে সচেতন করণ, একইসাথে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে তাদের সমানভাবে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও স্থানীয়ভাবে এই চার শ্রেণীর মানুষের সমস্যার বিষয়ে প্রশাসনসহ সকলকে অবহিত করণের মাধ্যমে আগামী দিনে তাদের সকল রকম কার্যক্রমে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply