কিডনী, ক্যান্সার, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসামিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় মঙ্গলবার (১৫আগস্ট) দুপুরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক তোলে দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসাইন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগের সাংগঠনিক স¤পাদক মারুফ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।
এ সময় মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার ৩১টি চেক বিভিন্ন রোগীদের হাতে তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply