বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৪আগস্ট) সকাল ১১ ঘটিকায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
সভায় হবিগঞ্জ-বানিয়াচং রোডের সংস্কার কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগে ঠিকাদারের কড়া সমালোচনা করা হয় এবং এ বিষয়ে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
বানিয়াচংয়ের প্রবেশদ্বার শহীদ মিনারের সামনে দ্রুত সংস্কার কাজ শুরু করার ব্যবস্থা গ্রহন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে ধন্যবাদ জানানো হয়।
অনলাইন জুয়া, মাদক, ইভটিজিংরোধে এসিল্যান্ড মোঃ নাজমুল হাসানকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন কমিটির সদস্যরা।
আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, এসিল্যান্ড মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আনোয়ার হোসেন, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ছাদিকুর রহমান, আব্দুল আহাদ, নাসির উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা বিপুল ভূষণ রায়, শেখ মোঃ শাহ নেওয়াজ ফুল মিয়া, শাহাজাহান মিয়া, স্মৃতি চ্যাটার্জি কাজল প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply