সারাদেশে ৪র্থ পর্যায়ে ২২১০২ টি ভূমিহীনদের জমিসহ ঘর প্রদানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্বোধনী অনুষ্ঠানটিতে ভার্চুয়ালীযুক্ত হয় বানিয়াচং উপজেলা প্রশাসন।
বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান।
এমপি আব্দুল মজিদ খান এ সময় বলেন , বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবেন না। তার সেই স্বপ্ন পুরন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের অনুভূতি শুনে উপস্থিত সবাই অশ্রুসিক্ত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্বে উদাহরণ সৃষ্টিকারী মানবতার নেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমি গর্ববোধ করছি। আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার সংকল্প করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, পিআইও মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন ও সহসভাপতি শামীম আহমদ চৌধুরী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply