বানিয়াচং উপজেলাকে কৃষিখাতে আরও সমৃদ্ধ করতে ১৫ ইউনিয়নে ৮০ টি কৃষাণ কৃষাণী গ্রুপ (সমিতি) কে টিনসহ কৃষি উপকরণ প্রদান করা হয়েছে।
বুধবার (৯আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূূমি) মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন,পিআইও মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন ও সহসভাপতি শামীম আহমদ চৌধুরী প্রমুখ।
পরে ৮০ টি কৃষক গ্র্রুুুপকে ২ টি হ্যান্ড স্প্রে, ২ টি পাওয়ার স্প্রে, ফিতা পাইপ ৫শ ফুট ও প্রতিটি গ্রুপকে (কৃষক সমিতি) ঘর নির্মাণ করে অফিস হিসেবে ব্যবহার করার জন্য টিন প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply