বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভুমি) মো.নাজমুল হাসান।
মঙ্গলবার (৮আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
ছবি : বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী লাখাই উপজেলার তাজুল ইসলামের পুত্র নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.নামজুল হাসান।
অভিযানে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply