জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দীন এর পরিচালনায় মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের রত্না নদীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, মাছ বাংলাদেশের ২য় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। জাতির পিতার স্বপ্ন বাস্তাবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ তা বাস্তব রুপ নিয়েছে। মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকার ভুক্ত খাত। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
পোনামাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান , বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ। প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরের রাজস্বখাতের আওতায় নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply