প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাবেন হবিগঞ্জের আরও ৩৬৪ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী বুধবার (৯আগস্ট) বিনামূল্যে ২ শতক জমিসহ পাকাঘর উপহার হিসেবে পাবেন এসব গৃহহীন ও ভূমিহীন পরিবার।
আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে এ দিন দেশের অন্যান্য জেলায়ও গৃহহীন-ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর পাবেন। সোমবার (৭ আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক দেবী চন্দ এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, এ পর্যায়ে জেলার ৬ উপজেলার ৩৬৪ গৃহহীন-ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দিবেন। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে জেলার ৫ উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল আলম, আরডিসি মোঃ গিয়াস উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply