বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে গভীররাতে আগুন লেগে দুই দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
রবিবার (৬আগস্ট) সাড়ে ১০টার দিকে পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন।
পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীর সাথে কথা বলে সান্তনা প্রদান করেন এবং যথাসাধ্য অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তার করার আশ্বাস প্রদান করেন ইউএনও পদ্মাসন সিংহ।
প্রসঙ্গত, গত শনিবার (৫জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুই দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। বাজারবাসী, এলাকাবাসী ও নিকটস্থ ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর কাজ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply