বানিয়াচংয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৫ আগস্ট) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারি কমিশনার (ভুমি) মো.নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন,সাধারণ সম্পাদক আব্দাল মিয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
সেই সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।
পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply