1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বানিয়াচংয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে
ছবি : বিএনপি জামায়াতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বানিয়াচংয়ে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচী পালন।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, জ¦ালাও-পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ।

রোববার (৩০জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড়বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান মালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়ার জন্য নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে। বিএনপির পুরোনো চেহারা আবার নতুন করে আবির্ভাব হয়েছে। তারা বাসে আগুন দিয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রুখতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ।

নেতাকর্মীরা আরো বলেন, বিএনপি আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির আন্দোলন কখনোই আলোর মুখ দেখবে না। সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বিশ্বাসী। তবে বিএনপি যদি সভা-সমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।

যারা ২১ আগস্টে মতো নির্মম হত্যাকাণ্ড চালায় তাদের মুখে কখনোই গণতন্ত্রের কথা মানায় না। তাই বাংলাদেশের জনগণ কখনই আর তাদের রাজনীতিকে বিশ্বাস করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD