1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

বৃৃক্ষরোপণ বানিয়াচং মডেল প্রেসক্লাবের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি : অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে

বানিয়াচং প্রতিনিধি
  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে
ছবি : বৃক্ষরোপণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৯জুলাই) সকাল ১১টায় শরীফ খানী বুরুজ পাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোত্তাকিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জলবায়ু রোধে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। নির্মল অক্সিজেন পেতে হলে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা প্রয়োজন। বৃৃক্ষরোপণ মডেল প্রেসক্লাবের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি।

এসময় তিনি আরো বলেন, সাংবাদিকরা মুলত তাদের লেখনির মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। কিন্ত মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা নিজ কর্মের পাশাপাশি দেশকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করছেন এটা তাদের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচী হাতে নেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেনের সাথে সাথে ফল ও জ্বালানী দেয়। বৃক্ষকে আমাদের পরিচর্চা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশটা সবুজের সমারোহ হয়ে যাক। এ ক্ষেত্রে মডেল প্রেসক্লাব এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন,মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৃজনশীল কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ শেখ মোঃ আলমগীর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, আব্দুল মালিক, খোরশেদ আলম, ইউপি সদস্য রেজওয়ান হোসেন মামুন, সাবেক সদস্য ইশতেয়াক হোসেন লেমন, মিজানুর রহমান মিজান ও সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া প্রমুখ। পরে প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথিকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন অন্যান্য অতিথিবৃন্দ।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD