বানিয়াচং উপজেলা সদরের সকল বাজারের পয়েন্ট গুলোতে ব্যাটারী চালিত টমটম, মিশুক, এবং অটোরিক্সা পার্কিং করা নিয়ে বাজারের ব্যবসায়ী,পথচারী এবং চালকদের মাঝে প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিভিন্ন বাজার সংলগ্ন আশপাশ এলাকায় পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় যেখানে সেখানেই গাড়ি পার্কিং করতে বাধ্য হচ্ছে চালকগণ।
সরেজমিনে বাজারগুলোতে গিয়ে দেখা যায়,প্রতিটি বাজার সংলগ্ন ফাঁকা জায়গাসহ নালা গুলো ভরাট করে বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ করা হয়েছে। যার ফলে বাজারের রাস্তাসহ বিভিন্ন পয়েন্ট গুলোর আয়তন পর্যায়ক্রমে ক্ষীণ হয়ে এসেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি-অফিস,শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপজেলা সদরে হওয়ায়, উপজেলা সদরের বাহির থেকে গ্রামটিতে প্রতিদিন আসা যাওয়া করতে হয় কয়েক হাজার মানুষ।
উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার, বড় বাজার, ৫/৬ নং বাজার, আদর্শ বাজার, বাবুর বাজারের সকল পয়েন্ট গুলোতে দোকানের সামনে এলোমেলো ভাবে টমটম, মিশুকগুলো রাখার কারণে অধিকাংশ দোকানে প্রবেশ করতে পারছেন না ক্রেতা সাধারণ।
বাজারের উপর দিয়ে আসা যাওয়া করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকুরীজীবী, শ্রমজীবীসহ কয়েক হাজার লোকজনকে পরতে হচ্ছে নানা ভোগান্তিতে।
এছাড়াও যখন তখন বড় আকারের মালবাহী ভারী যানবাহন বাজারের ভিতরে প্রবেশ করার কারণে সৃষ্টি হচ্ছে যানজট যার ফলে উপজেলাবাসীর দূর্ভোগের যেন শেষ নেই। বাজারের ব্যাবসায়ী,পথচারী, যানচালকদের মাঝে প্রতিনিয়ত ঘটছে অপ্রীতিকর ঘটনা।
ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যানবাহন রাখায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন সকল বাজারের রাস্তা ও পয়েন্ট সংলগ্ন দোকানের অসংখ্য ব্যবসায়ীরা। এসব কারণে ব্যবসা মন্দা হওয়ায় প্রতি মাসের দোকান ভাড়া,বিদ্যুৎ বিল,এনজিওসহ ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাবসায়ীদের। এ রকম চলতে থাকলে আগামী বছর ব্যবসা বাদ দিয়ে দোকান ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী।
টমটম,মিশুক ও অটোরিক্সা চালকদের সাথে কথা হলে তারা জানান জীবিকার তাগিদে গাড়ি চালাই, কিস্তিতে গাড়ি কিনেছি। প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। বাজারের আশপাশ এলাকায় গাড়ি রাখার মত ফাঁকা জায়গা না থাকায় বাধ্য হয়েই দোকানের সামনে গাড়ি রাখতে হয় আমাদের।
বানিয়াচংয়ের সকল বাজার সংলগ্ন অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে বাজারে টমটম, মিশুক গুলো অবস্থান করার মতো ব্যবস্থা করে দিয়ে সমগ্র উপজেলাবাসীকে চরম ভোগান্তি থেকে রক্ষা করার দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ীয় কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খানের সাথে কথা হলে তিনি জানান- বিষয়টি দুঃখজনক। এ বিষয় নিয়ে আমরা বেশ কয়েক বার টমটম,মিশুক সমিতির দায়িত্বে থাকা নেতাদের সাথে বসে কথা বলেছি এবং টমটম, মিশুক যেন বাজারের উপরে কোন দোকানের সামনে দাঁড় করিয়ে না রাখা নির্দেশ দিয়েছি।
বাজারের বাহিরে যে সকল স্থানে গাড়ি রাখা যাবে এ সকল স্থান চিহ্নিত করে দিয়েছি। কিন্তু এ সকল নিয়ম অমান্য করে টমটম মিশুক যেখানে সেখানেই পার্কিং করে রাখছে। খুব শীঘ্রই প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply