হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির সাথে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছুলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভার শুরুতে হবিগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম ও জেলার সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে একটি ডকুমেন্টারী প্রশিক্ষণার্থীদের সামনে প্রদর্শন করা হয়। সভা শেষে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) তোয়াহা ইয়াছিন হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও রফিকুল ইসলাম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply