বানিয়াচং উপজেলা সদরের হাটবাজারে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সার্বিক দিক নির্দেশনায় বুধবার (১২জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু হওয়া ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো.নাজমুল হাসান।
অভিযানে বড়বাজার ও নতুনবাজার এলাকায় অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষার মেশিনসমুহ,রিএজেন্ট,ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স,পরীক্ষার ফি ও সনদ ব্যতিত কোনো চিকিৎসক প্র্যাকটিস করেন কিনা সেদিকে নজর দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো.শাহনেওয়াজ অভিযানে সহযোগীতা ও মনিটরিং করেন। এসময় গুনগত মান বজায় রেখে সাধারণ মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান।
অভিযানে বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন। জনস্বার্থে এ পরবর্তীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply