পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ৪র্থ বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
মঙ্গলবার (১১জুলাই) সকাল ১১টা সদর উপজেলা পরিষধ হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ইশরাত জাহান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামে হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তোলে দেন।
উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। বিশেষত আমার উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্রে মানুষ যেন নিরবিচ্ছিন্ন সেবা পায় তার জন্য আমার ব্যক্তিগত এবং উপজেলা পরিষদের পক্ষ সহযোগিতা অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply