সম্প্রতি আমাদের বানিয়াচঙ্গে ফসলি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রশাসন অবশ্যই ধন্যবাদের দাবী রাখে। কিন্তু বালু সিন্ডিকেটের বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রশাসন পুরোপুরি জেগে না উঠায় মাঝেমাঝে পরিবেশ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়।
বানিয়াচং মার্কুলী রোডে বালু সিন্ডিকেটের এমন সাম্রাজ্য যে, পুরোপুরি রাস্তা বন্ধ করে চলছে বালু উত্তোলনের মহোৎসব।
এমনকি কোটি টাকা ব্যায়ে পুনঃখননকৃত খালে পানির প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মান করে বালু পরিবহনের রাস্তা তৈরী করায় ভবিষ্যতের জলাবদ্ধতার আতঙ্ক থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছেনা।
এই বাঁধ নির্মাণে আবার শক্ত বাঁশের খুটি দেওয়ায় মনে প্রশ্ন জাগে, আসলেই কি তাদের খুঁটির জোর অনেক?
লেখক
আইনজীবি ,জজকোর্ট ,হবিগঞ্জ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply