বানিয়াচংয়ে স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।
মোঃ আনোয়ার হোসেন উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পাশাপাশি ৫/৬ নং বাজার হাসপাতালে কর্মরত তার ছোট বোন পরিবার কল্যাণ পরিদর্শিকা বিশাতা কালাম হ্যাপি সেবা দিয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন।
মোঃ আনোয়ার হোসেন ও বিশাতা কালাম হ্যাপি ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম এঁর সন্তান।
তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম হাদী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. শামীমা আক্তার, মেডিক্যাল অফিসার ডা. মোসাম্মৎ নাজমুন্নাহার জলি ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন।
উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, ইউপি সচিব মোঃ ফয়ছল মিয়া, তথ্য উদ্যোক্তা আনসার আলী, কৃষকলীগ নেতা মোঃ কাউছার আহমেদ ও পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ নাজমুল হোসেন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply