আজমিরীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার ট্রেনিং শুরু হয়েছে।
সোমবার (১০জুলাই) আজমিরীগঞ্জ ই-প্রেসক্লাবে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এনজিও ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণ প্রদান করছে।
উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন শেখ মোশাহিদ আলী টেনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন’র সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।
প্রশিক্ষণের সূচনা দিনে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য/সদস্যাদের প্রশিক্ষণ প্রদান করেন আজমিরীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ দাস ও ওয়েভ ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর জুবায়ের আহমেদ।
২ দিনের প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, এডভোকেসি ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply