“হাতে রেখে হাত, করি মানবতার কাজ” এই শ্লোগানকে সামনে রেখে “আপনজন” সামাজিক সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
তারাই ধারাবাহিকতায় আপনজনের উদ্যোগে সোমবার (১০জুলাই) বানিয়াচংয়ের শহীদ মিনার, স্মৃতিসৌধ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় প্রকল্পে বিভিন্ন জাতের শতাধিক চারা রোপন করেছে সংগঠনের সদস্যরা।
ছবি : রোপণ করার পূর্বে গাছের চারা হাতে সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য-শেখ সবুজ আহমেদ, শাহিদুল হক সৌমিক, নুর মোহাম্মদ, এস আর তাকসিন আহমেদ, এনামুল আলম রাজ, শরিফ উদ্দিন হৃদয়, শিমুল, সাগর এবং শেখ মাসুম।
পর্যায়ক্রমে তাদের এই কাজ অব্যাহত থাকবে। সামাজিক সংগঠন আপনজনের সদস্যা জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply