1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

অপহরণ ও ক্রাইমের নতুন আইডিয়া থেকে বাঁচার উপায়–

সৈয়দ সুহেল রানা
  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে
ছবি : সমাজকর্মী সৈয়দ সুহেল রানা

আপনার নিকট যদি কেউ কোন বাসার/এলাকার ঠিকানা জানতে চেয়ে কোন কাগজ ধরিয়ে দেয় তাহলে সেটি হাতে নিবেন না। কারন এই কাগজের মাঝে এখন এমন কিছু ব্যবহার করা হয় যাতে করে আপনি অজ্ঞান হয়ে যাবেন এবং আপনার সবকিছু হয় নিয়ে যাবে না হয় আপনাকে কিডন্যাপ করে পরিবার, সহকর্মী ও পরিচিতদের নিকট সহায়তা চাইবে।

রাস্তায় হঠাৎ সহায়তা চাওয়া খুব কাছের কোন ব্যক্তি ছাড়া যেন কাউকে আমরা বাইকে না উঠাই! কারন ঐ লোকটি আপনাকে পিছন থেকে নেশা জাতীয় কিছু পুশ করে অথবা অস্ত্র ঠেকিয়ে আপনার সবকিছু ছিনিয়ে নিতে পারে অথবা আপনাকে অপহরণ করে পরিবার ও অন্যান্য পরিচিতদের নিকট টাকা চাইতে পারে।

আমার বা কারোর মোবাইল থেকে আমি নিজে ফোনে অথবা এসএমএস দিয়ে যদি বিপদে পড়েছি বলে কোন সহায়তা চাই তাহলে আমার অথবা ফোন/এসএমএস দাতার পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েন! নাহলে আপনি প্রতারিত হতে পারেন।

অফিসের বা যে কোন প্রয়োজনে কোন নতুন এরিয়ায় বা শহরাঞ্চলের এরিয়ায় কারুর সাথে একা সাক্ষাতে গেলে তাদের সার্ভ করা বা অফার করা কোনকিছু না খাওয়াই উত্তম হবে। কারন এতে আপনি উপর উল্লেখিত প্রতারণার ফাঁদে পড়লেও পড়তে পারেন।

মূলত এখন অপহরণ ও ক্রাইমের নতুন নতুন আইডিয়া বৃদ্ধি পাচ্ছে! তাই জনগনকেও সেভাবে স্মার্টলি চলাচল করতে হবে। মনে রাখবেন একবার বিপদে পড়লে নিজের জীবন যেমন রিস্কে পড়ে যেতে পারে ঠিক তেমনই পরিবারের অনেক ক্ষতি হতে পারে।।

ইদানীং বেশকিছু এধরণের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় অনেকেই সর্বস্বান্ত হয়েছে এবং মুক্তির পরও তাদের মাঝে শারিরীক বিভিন্ন অসুখের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে!

তাই আসুন আমরা সকলে যেন এই বিষয়গুলো নিজে,বন্ধুবান্ধব ও পরিবারের সকলের সাথে শেয়ার করি।

লেখক –

সমাজকর্মী, বানিয়াচং।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD