জার্মানীর রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছে বানিয়াচংয়ের বাকপ্রতিবন্ধী ছাত্রী মাহিমা আক্তার।
গত ১৭ জুন থেকে ২৫ জুন বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন তাদের মধ্যে মাহিমা একজন।
সে সাঁতারে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়লাভ করেছে। মাহিমা ২০২০ সালে জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করে। এখন সে মৌলভীবাজার তার নানার বাড়ীতে থাকে এবং সেখানের একটি স্কুলে পড়াশোনা করছে মাহিমা ।
বর্তমানে মাহিমা জাতুকর্ণপাড়ায় দাদার বাড়ীতেই অবস্থান করছে। জার্মানীতে অলিম্পিক গেমসে সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে গিয়েছিল।
মাহিমা আক্তার উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার শাহজাহান মিয়া ও সেলিনা বেগমের কন্যা।
বিশ্ব আসরে স্বর্ণ পদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বানিয়াচংয়ের মাহিমা আক্তার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply