বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। গত রবিবার (২জুলাই) সন্ধ্যায় বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে আসেন তিনি।
এসময় মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ক্লাবের নির্বাচিত সভাপতি/সেক্রেটারিকে মিষ্টিমুখ করান সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান।
এ সময় মো.নাজমুল হাসান বলেন, বানিয়াচংয়ের এই ভিন্নধারার ক্লাবে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছে। মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, দেশপ্রেম, স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রেখে সংবাদ প্রকাশে সাংবাদিকদের উজ্জীবিত করবে পাশাপাশি সাংবাদিকদের বিপদে-আপদে ক্লাব সদাজাগ্রত ও প্রস্তুত থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন,সদস্য শিব্বির আহমদ আরজু।
প্রসঙ্গত,গত রবিবার (২জুলাই) নবনির্বাচিত কমিটির অভিষেক ও ক্লাবের আওতাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি কাজে ব্যস্ত থাকায় এই অনুষ্ঠানে থাকতে পারেননি সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হাসান। তাই সন্ধ্যায় ক্লাব পরিদর্শনে আসেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply