বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত তহবিল থেকে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ জন শিশুদের মাঝে এককালীন ১ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৬জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম চৌধুরী।
চেক বিতরণের সময় আবুল কাশেম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জটিল রোগে আক্রান্তদের ৫০ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে যা বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। দলীয় পরিচয় ভেদাভেদ না করে অসুস্থ হলে সকল দল-মতের মানুষকে এ সহায়তা দিচ্ছে সরকার।
আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে অসহায় ও দরিদ্রহীন মুক্ত ঘোষণা করে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এসময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হাসান, বানিয়াচং থানা পুলিশের এসআই অমিতাভ তালুকদার, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply