বানিয়াচংয়ে পুত্রের আঘাতে গর্ভধারিনী মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন (৬৫) উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী। সোমবার (২৬জুন) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫জুন) সকালে রাবেয়া খাতুনের সাথে তুচ্ছ কারণে তার পুত্রবধূর কথা কাটাকাটি হয়। এসময় রাবেয়া খাতুনের পুত্র রিপন মিয়া (২৮) বউয়ের পক্ষ নিয়ে মাকে মসলা পিষার পুতাইল দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হলে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। সোমবার রাত প্রায় আড়াইটার দিকে সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনার খবর সোমবার সকালে জানতে পেরেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পলাতক থাকা পুত্রকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply