বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ২৪ জুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ শাবান মিয়া তাঁকে স্টাফ রিপোর্টার হিসেবে আইডি কার্ড প্রদান করেন। সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার হওয়ায় ফেসবুকে তাঁকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।
রিতেষ প্রতিদিনের বাণী ছাড়াও জাতীয় দৈনিক লাল সবুজের বাংলা পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। এছাড়া দৈনিক হবিগঞ্জ নামে একটি পেইজের তিনি এডমিন হিসেবে কাজ করছেন।
বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে অবস্থিত বৈষ্ণব ধর্মাবলম্বীদের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্যাম বাউল গোস্বামীর আখড়ার মোহান্ত প্রয়াত আশুতোষ মোহান্ত গোস্বামীর পুত্র রিতেষ কুমার বৈষ্ণব বর্তমানে আখড়াটির মোহান্ত’র দায়িত্বও পালন করছেন। দেশ-বিদেশে এ আখড়ার অগণিত ভক্ত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply