হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলার প্রবেশ টিকিটের ড্র পুরস্কার নিয়ে মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। আকর্ষনীয় পুরষ্কারের মুলা ঝুলিয়ে মেলা কর্ত্তৃপক্ষ লাখ লাখ টাকার টিকিট বিক্রয় করলেও র্যাফেল ড্র না করেই মেলা গুটিয়ে চলে যায়। এ নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
অনেকেই মেলা কর্তৃপক্ষের উপর চরম ক্ষোভ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার, হবিগঞ্জ-এর আয়োজনে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী মাসব্যাপি শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হয়।
২২ মে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য এড. আবু জাহির আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। শিশু কিশোরদের খেলার মাঠ দখল, মাঠের অবকাঠামো পরিবর্তন করে এবং এইচএসসি পরীক্ষা সামনে রেখে মেলা আয়োজন করায় শুরুতেই স্থানীয় ব্যবসায়ীদরে তোপের মুখে পড়েন মেলা কর্তৃপক্ষ ।
মেলায় দর্শক বাড়ানোর কৌশল হিসাবে মেলা কর্ত্তৃপক্ষ শুরুতে ২০ টাকার প্রবেশ মুল্যের সাথে আকর্ষনীয় পুরষ্কারের প্রলোভন দিয়ে র্যাফেল ড্র জুড়ে দেন। মাঠ দখল করে মেলা আয়োজন ও পবত্রি ঈদুল আযহাকে সামনে রখেে বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা সোচ্চার হন। সর্বমহলের দাবীর প্রেক্ষিতে গত ২৩ জুন স্থানীয় প্রশাসন শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করে দিতে বাধ্য হয়।
মেলা কর্ত্তৃপক্ষ মেলা শেষে মাঠ পূর্বের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করে দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা করা হয়নি। এ কারণে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলার জন্য মাঠে নামতে পারছে না।
কর্তপক্ষ মেলা বন্ধ করে চলে গেলেও প্রবশে টকিটিরে র্যাফেলের কোন ড্র অনুষ্ঠিত হয়নি। র্যাফেল ড্রর নামে টিকিট বিক্রয় করে ড্র না করা প্রতারণার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়েকজন দর্শণার্থী জানান, তারা আমরা এখনও প্রবেশ টিকিট সযত্নে রেখেছি এই ভেবে যে, র্যাফেল ড্র তো অবশ্যই হবে। র্যাফেল ড্র যে হবে না এটা আমাদের ভাবনা তেই নেই।
এ ব্যাপারে জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ’এর সভানেত্রী ইসমত আরা’র সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মেলা আয়োজক কমিটির কর্ণধার সাজিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহুর্তে ঢাকাতে অবস্থান করছি। এ ব্যাপারে আপাতত কিছুই বলতে পারছি না’।
Designed by: Sylhet Host BD
Leave a Reply