হবিগঞ্জ জেলায় অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও দাদন ব্যবসা বন্ধের পদক্ষেপ নিতে ডাটাবেইজ তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
রবিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে মাসিক এনজিও সমন্বয় সভা, জেলা ক্ষুদ্রঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা, বন ও পরিবেশ বিষয়ক সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এনজিও গুলোর মধ্যে ব্র্যাকের জেলা কর্মকর্তা আতাউর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার জেলা কর্মকর্তা আজাদসহ কয়েকটি এনজিও’র কর্মকর্তা বক্তব্য রাখেন এবং কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন।
ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান সরকারের অনুমোদন ছাড়া জেলায় অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও দাদন ব্যবসা বন্ধে ডাটাবেইজ তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
৫০ ভাগ এনজিও নিয়মিত মাসিক রিপোর্ট প্রেরণ না করায় বিষয়ক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী অসন্তোষ প্রকাশ করে জেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিও’র কর্মকর্তাদেরকে নিয়মিত জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক রিপোর্ট প্রেরণের নির্দেন দেন।
অন্যথায় ব্যবস্থা নেয়ার কথা ব্যক্ত করেন। বন ও পরিবেশ বিষয়ক সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান গাছ বিক্রির ক্ষেত্রে গাছের সঠিক মূল্য নির্ধারণে বন বিভাগকে সতর্কতা অবলম্বনের আহবান জানান। এক্ষেত্রে পরিমাপে গাছের বেড় উল্লেখ পূর্বক দরপত্র আহ্বানের নির্দেশ দেন।
এছাড়া গাছ কাটার পর গাছ লাগানোর নির্দেন দেন। সভায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের নিম তলায় বৃক্ষমেলা আয়োজনের পূর্বে ভালোভাবে প্রচার-প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেন দেয়া হয়।
সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি ও লেখক তাহমিনা বেগম গিনি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এনজিও ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ইমদাদুল হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় নামসহ বিভিন্ন নামে সমিতি/সংগঠন করে একশ্রেণীর লোক সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের নামে সুদের ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া একশ্রেণীর প্রভাবশালী লোক দাদন ব্যবসা করছে।
নিরূপায় হয়ে গরীব মানুষেরা এসব সমিতি/সংগঠন /দাদন ব্যবসায়ী সুদখোরদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বিপাকে পড়ছেন। অবৈধভাবে এধরণের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা নিয়ে ইতিপূর্বে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় খবর ছাপা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply