হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ খানকে সভাপতি ও জিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জুন) বিকেল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মো: ফজলুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ এখলাছুর রহমান খোকন ও এমএ মজিদ এর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষান করা হয়।
কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মাসুক, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম, সদস্য সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী সদস্য নির্বাচিত হন। এর পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হালীমের সভাপতি ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন এবং সাধারণ সভার বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের বিবরন পাশ করেন। পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির ফলাফল ঘোষনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply