আজমিরীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো..আবু হেনাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ দেব কৃর্তক হুমকির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) রাত ৮ টায় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তার দেওয়া হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় একই সাথে আগামী রবিবার (২৫জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, “সমবায় কর্মকর্তা দেবাশীষ দেবের দায়িত্ব অবহেলার বিষয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি থানায় সাধারণ ডায়েরী করেন এবং সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
যাহা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। এসময় হুমকিদাতা কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রেসক্লাব সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ । অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জাানান বক্তারা।”
প্রেসক্লাবের সভাপতি আমির হামজার সভাপতিত্বে ও সহ সভাপতি ফরহাদ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, কোষাধ্যক্ষ বিকে ব্যানার্জী,দপ্তর সম্পাদক মিলন মাহমুদ,সদস্য তাজুল ইসলাম, সোহেল রানা।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক কালবেলার প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক সমাচারের প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান, দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি দিলোয়ার হোসেন, হাবিবুর রহমান রিয়াদ, রাইসুল ইসলাম নাইম, এসকে কাউছার, সাইদুল আমিন বাহার, আলমগীর মিয়া, ই-প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, সহ সভাপতি সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জী, প্রচার সম্পাদক জামিনুল ইসলাম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply