পবিত্র ঈদুল আযহায় কুরবানীর বর্জ্য যত্রতত্র না ফেলে মাটিতে পুতে রাখা, গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্র উদ্ধার অব্যাহত ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে মর্মে জানিয়েছেন ইউএনও পদ্মাসন সিংহ।
বৃহস্পতিবার (২২জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান,
আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্মৃতি চ্যাটার্জি কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, হাফেজ শামরুল ইসলাম, প্রকৌশলী জয় কুমার দাশ, মোঃ আরফান উদ্দিন, সাদিকুর রহমান, শেখ ফরিদ, নাসির উদ্দিন চৌধুরী ও মোঃ এরশাদ আলী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply