বানিয়াচংয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বর্তমানে প্রকৃতি যে বিরূপ আচরণ করছে তা থেকে রক্ষা পেতে আমাদের সবুজায়নের দিকে জোড় দিতে হবে।
মানুষের উচিত গাছ না কেটে বেশি বেশি গাছ রোপন করে পরিবেশ রক্ষা করা। বানিয়াচং উপজেলার মানুষের যদি আরো গাছের প্রয়োজন থাকে তাহলে পরবর্তীতেও গাছের চারা বিতরণ করা হবে।
গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজুসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply