হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৮জুন) ও সোমবার (১৯জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপী এ রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়।
“পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ প্রদান করেছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন।
মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মোঃ শাহজাহান মিয়া, এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে নারী, হিজরা, প্রতিবন্ধী, দলিত, আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি ছাড়াও এটিএন বাংলা’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল কাদির কাজল, সাংবাদিক শাহ মনসুর, সংস্কৃতিকর্মী উছমান গনী রুমি, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আনোয়ার হোসেন, আব্দুল জলিল প্রমূখ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সেক্রেটারি মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, জোটের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply