হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান জাহিদ হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক প্রমুখ। উবাহাটা ইউনিয়নের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় উক্ত মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গৃহীত সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে।এতে সমাজের গণসচেতনতা কিভাবে তৈরি করা যায় সে বিষয় আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাগণসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ,সমাজকর্মীগণ ও স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply