হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে।
শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর। সরকার বিশ্বাস করে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইঞ্চি জমি আবাদ করতে হবে।
তিনি শনিবার (১৭জুন) বিকেল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার, বীজ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসন সিংহ এর সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক নুরুল ইসলাম,শ্রমিকলীগ নেতা আবু হাসান চৌধুরী সেবুল প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply