বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহের দিক নির্দেশনায় এবং বানিয়াচং থানা পুলিশের সার্বিক সহযোগীতায় গত বৃহস্পতিবার (১৫জুন) উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান।
এসময় ওই গ্রামের ৩ বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের টেটা, বল্লম ও ঢাল উদ্ধার করা হয়। অভিযানের ঠের পেয়ে গ্রামের সকল পুরুষ পালিয়ে যায়। সুজাতপুর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযানে সার্বিক সহযোগীতা করেন
প্রসঙ্গত, বিগত ৩০ এপ্রিল ২০২৩ তারিখে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে দেশীয় অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ২৬ জুন ২০২৩ এর মধ্যে সকল ধরণের দেশীয় অস্ত্র থানা অথবা নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে দেয়ার জন্য বলা হয়।
এরই আলোকে এই দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো,নাজমুল হাসান। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে অস্ত্র মজুদকারীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply