বানিয়াচঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জুন) ফজরের নামাজের পর ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের মাদারিটুলা গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়ে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে। আকবর আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ফজরের নামাজ পড়ে নিজ বসত বাড়ী সংলগ্ন গাছগাছালির বাগান পরিচর্যা করতে যান।
এসময় বিদ্যুতের ছিড়া তার দেখতে না পেয়ে অসাবধানতাবশত তাতে শরীর লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর মিয়া বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিসে ঘটনা জানালে তাৎক্ষণিক ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশসহ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এলাকাবাসীকে নিয়ে লাশ উদ্ধার করেন। আকবর আলীর স্ত্রী এবং ৩ পুত্র ৩ কন্যা রয়েছেন। ৩ পুত্রই মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। এক পুত্র শুক্রবার দেশে আসছেন।
সে জন্য ঘটনার দিন পুত্রকে বাড়ীতে আনতে যাওয়ার জন্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply