কৃষিঋন মওকুফ, বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিখাতে প্রদানসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী দাবি সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় শহরের খোয়াই মুখ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক এবং জেলা বাসদের সমন্বয়ক কমরেড আ্যডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য ও তেল-গ্যাস খনিজসম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সদস্য ও জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক কমরেড হুমায়ূন খান, শ্রমিক নেতা জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক অনিন্দ্য হাসান চৌধুরী, জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি আলিফ রায়হান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply