বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আব্দুল হাকিম।
এ সময় তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন আইন বাদে নিয়ম অনুযায়ী সবার তথ্য জানার অধিকার রয়েছে আর এই আইনের সুফল মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তথ্য কমিশন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সুদীপ কুমার দেব, তথ্য আপা নুপুর মোহন্ত, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আরফান উদ্দিন প্রমূখ।
সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply