1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

মানসম্মত সংবাদ পরিবেশন করে যায়যায়দিন তার সুনাম ধরে রেখেছে-ভিসি ড. জহিরুল হক

বিশেষ প্রতিনিধি
  • বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের পক্ষের এক প্রগতিশীল দৈনিক যায়যায়দিন,সাপ্তাহিক থাকাকালীন আশির দশকে এ পত্রিকা ঘিরে ছিল তারুণ্যের উন্মাদনা। দায়িত্বশীল ও মানসম্মত সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আজও তার সুনাম ধরে রেখেছে।

মঙ্গলবার (৬জুন) যায়যায়দিনের ১৮তম বর্ষপূর্তির দিনে হবিগঞ্জ প্রেসক্লাবে সুধী সমাবেশে সিলেট মেট্রেপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সুধী সমাবেশে স্মার্ট প্রযুক্তির ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের চলমান প্রক্রিয়া অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন উপাচার্য।

বিশাল পরিবর্তনের এ সময়ে সরকার দেশের উন্নয়ন-অগ্রগতির জন্যে যে সকল কৌশল অবলম্বন করছে; তার দিকে নজর রেখে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকায় থাকা জরুরী বলে মন্তব্য করেছেন তিনি।

ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ নানা উন্নয়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানকার শিল্পাঞ্চল হবিগঞ্জকে আরও আলোকিত করেছে। এসব কারণে এখানে মানুষের চাপও বেড়েছে। তাই হবিগঞ্জের উন্নয়নে দুরদর্শী সুপরিকল্পনা প্রয়োজন।

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ও যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবির এ অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, সাবেক সরকারি কর্মকর্তা সাংবাদিক ও লেখক কৃষিবীদ বীরেন্দ্র লাল রায়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ, ডা. মিঠুন রায়, জে, কে, এন্ড এইচ কে হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।

হবিগঞ্জের জৈষ্ঠ্য সাংবাদিকসহ শতাধিক গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিন উদযাপন করেন। এর আগে সকল অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চৌধুরী মোহাম্মদ মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমদ খান, এখলাছুর রহমান খোকন, ভোরের কাগজের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, টিভি জর্নালিষ্ট সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক খোয়াইর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফ আহছান, সাংবাদিক টিপু চৌধুরী, মজিবুর রহমান, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, এমএ হাকিম, আনিসুজ্জামান চৌধুরী রতন, ফয়সল চৌধুরী, নিউজ ২৪ টিভির শ্রীকান্ত গোপ এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, এমএ আজিজ সেলিম, বৈশাখী টিভি প্রতিনিধি সাইফুর রহমান তারেক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  ঢাকা পোস্ট প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, এক্সপ্রেসের কাওছার আহমেদ, আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, দেশ টিভ হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামজা, মাই টিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, জুয়েল চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, মোহাম্মদ নায়েব হোসাইন, কেএম ওয়াহাব নঈমী, সালাম চৌধুরী, তাতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোঃ সালেক মিয়া, নজরুল ইসলাম, এম সজলু, এইচ এম হেলিম, শাওন খান, জাহেদ আলী মামুন, শিক্ষক সারোয়ার পরাগ, শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী মুহতামিম কবির, মোঃ হাসান, ফয়সল হাবীব, সায়েম হাছান, জুলকার নাইন প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD