হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৮ কিলোমিটার এলাকার উভয় পাশের হাজার হাজার গাছ নির্বিচার কেটে ফেলা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং অসহিষ্ণু তাপমাত্রা যখন বিরাজমান ঠিক সেই সময়ে এই এলাকার গাছ কেটে ফেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা)।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে ঘটনাটি সরেজমিনে দেখতে আসেন বাপা জাতীয় কমিটির সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ড. মোহাম্মদ জহিরুল হক এই সড়কের উভয় পাশে যৌক্তিক দূরত্বে অবিলম্বে নতুন গাছ রোপন এবং অবশিষ্ট গাছগুলো রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীলদের প্রতি দাবী জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply