1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রী তুবা নিখোঁজ

বিশেষ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শেখ ফারিহা তাসনিম তুবা গত ৪ জুন থেকে নিখোঁজ রয়েছে। ওইদিন সকাল সাড়ে ৮টায় সে উপজেলা সদরের সইদ্যাটুলা গ্রামের নিজবাড়ী থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

স্কুল ছুটি হওয়ার পর অনেক সময় অতিবাহিত হলেও বাড়ী ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে পাননি। পরে থানায় জিডি করা হয়। তুবা’র পরিবার লোকজন গণমাধ্যমকে জানান, তার সহপাঠী বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছেন তুবা স্কুলে প্রবেশ করেছিল।

স্কুল মাঠে তুবাকে হাটতে দেখেছে। কথাও হয়েছে তার সাথে। তবে নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানেনা বান্ধবীরা। নিখোঁজ শেখ ফারিহা তাসনিম তুবা সৈদ্যার টুলা গ্রামের মুশাহিদ মিয়ার কন্যা।

এদিকে কেউ নিখোঁজ তুবা’কে কোথাও দেখলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ০১৩২০১১৮৯৩৫-এ যোগাযোগ করে অবগত অনুরোধ জানিয়েছেন অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। তিনি গণমাধ্যমকে জানান, মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD