লাখাই উপজেলার কালাউক বাজার এলাকায় আলাউদ্দিন নামে একযুবক মাদক ক্রয়ের টাকা না পেয়ে ঐ এলাকার একটি টিএনটি টাওয়ারের উঠে আত্নহত্যার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৩জুন) বিকালে এ ঘটনাটি ঘটেছে। সে ভাদিকারা গ্রামের হিরন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন ও তার এক সহপাঠী মিলে নিজ এলাকায় গাঁজা সেবন করেন। একপর্যায়ে ইয়াবা নেশাগ্রস্ত হয়ে বাবা হিরন মিয়ার কাছে টাকা চাইলে তিনি ছেলেকে মারধর করতে এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
একপর্যায়ে বাবার সাথে অভিমান করে মাদক ক্রয়ের টাকার লোভে কালাউক বাজার এলাকার একটি টিএনটি টাওয়ারে ওঠে টাকা না দিলে মাটিতে লাফদিয়ে আত্মহত্যা করবে বলে সুরচিৎকার করে।
পরে উৎসুকজনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের ভয় দেখালে সে টাওয়ার থেকে নেমে পালিয়ে যায়।।
এ ব্যাপারে লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখতেছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply